ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৬ মে ২০১৮ | আপডেট: ১০:৪৯, ১৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার সাভারে প্রাইভেট কারচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গ্রাম্য ডাক্তার ও অপরজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাতে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্যবসায়ী মেহেদী হাসান বাবু (২৭) ও গ্রাম্য ডাক্তার ছানোয়ার হোসেন (২৮)। নিহত মেহেদী হাসান বাবু মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওয়াজনগর গ্রামের সামছুল আলম সোনা মিয়ার ছেলে। আর ছানোয়ার হোসেন রাজশাহী জেলার তানোর থানার কান্নাপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হেমায়েতপুর থেকে মোটরসাইকেল আরোহী দুইজন ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মিরপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি আমিনবাজারের তুরাগ এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তদের মৃত ঘোষনা করেন।

একে/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি