ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

‘সামাজিক মাধ্যমে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩৬, ৬ ডিসেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাই যে কোনও তথ্য যাচাই-বাছাই করে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে ‘মিথ্যা রুখো, সত্য জানো’ স্লোগানে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব দিয়াশলাই আগুনের মত ভয়ংকর। একটা দিয়াশলাইয়ের আগুন যেভাবে সবকিছু মুহুর্তে ধ্বংস করে দিতে পারে, তেমনি গুজবও ভয়ংকর। একটা বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব মুহূর্তেই বিশৃঙ্খলতায় রুপ দেয়।

তিনি বলেন, আমরা রামুর কথা ভুলিনি, নাসিরনগরের কথাও ভুলিনি। সম্প্রতি আমাদের ছোটছোট কোমলতি শিশুরা যে অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল এবং সেটিও গুজবের মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, দেশে যখন কোনও বিশৃঙ্খলতার বিপর্যয় এসে যায় তখনি র‌্যাব সেটি মোকাবেলায় নেমে যায়। দেশে জলদস্যু, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রন সবই র‌্যাব সফলভাবে প্রতিরোধ করেছে। আর আজকে তারই ধারাবাহিকতায় র‌্যাব এখন গুজববিরোধী কাজে সচেষ্ট হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি