ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে ব্যবস্থা: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৯ মে ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এক্ষেত্রে গুজবের বিরুদ্ধে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

ঈদুল ফিতর ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিষয় নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে মঙ্গলবার (১৯ মে) দুপুরে সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন,  ‘ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়ে ফেরিঘাটে আটকে যাওয়া সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। যারা ফেরিঘাটে আটকে আছেন তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদে করোনার ঝুঁকি নিয়ে মৃত্যুদূত হয়ে কেউ বাড়ি যাবেন না। যে যেখানে আছেন সেখানেই থাকুন। শপিং করার সময়ও সতর্ক থাকবেন। মনে রাখবেন, যেন এটাই জীবনের শেষ শপিং না হয়।’

বেনজীর আহমেদ আরও বলেন, ‘করোনায় মৃত্যু কোনও জুজুর ভয় নয়। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, সেটা সবাই মেনে চলুন।’

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি