ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সামীম আফজালের ব্যাংক হিসাব তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৩০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে তার হিসাব তলব করা হয়। 

চলমান দুর্নীতি বিরোধী অভিযানে গোয়েন্দাদের অনুসন্ধানে সামীম মোহাম্মদ আফজালের নামও উঠে আসে। এ কারণে গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে-বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারের মাধ্যমে তার ব্যাংক হিসাব তলব করা হয় বলে জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়, সামীম মোহাম্মদ আফজাল পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং -১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১, পাসপোর্ট নং বিজি ০০০৯৭৬০  এর ব্যাংক হিসাব এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। 

সামীম মোহাম্মদ আফজাল ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। গত ১০ জুন ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ইফা ডিজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না- তা ৭ কার্যদিবসের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি