ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:২৮, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব অশুভ তৎপরতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ শুক্রবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান রাখেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠে। পারিবারিক ও সামাজিক এ উৎসবের মাধ্যমে গড়ে ওঠে সৌহার্দ্যের সেতুবন্ধন। তাই এ উৎসব সার্বজনীন।’

তিনি আরও বলেন, ‘মানবতাই ধর্মের শ্বাশত বাণী। তাই ধর্মীয় রীতিনীতি মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বাঙালির চিরায়ত ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি