ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়ালী ২০৯৩৮ আসামির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৩০ মে ২০২০

সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারা দেশে অধস্তন আদালতে বিগত ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি শেষে ২০ হাজার ৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান। 

তিনি জানান, সারাদেশে অধস্তন আদালতে গত ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ৩৩ হাজার ২৮৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে শুনানি শেষে ২০৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

সে অনুযায়ী এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, গত ১২ মে থেকে গত ২০ মে পর্যন্ত দেশে শিশু উন্নয়ন কেন্দ্রসমুহ থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ২৪৭ জন শিশুর জামিন হয়েছে। জামিন শেষে তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

সূত্র: বাসস

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি