ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সার্চ কমিটির তথ্য চেয়ে হাই কোর্টে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২৮ জুন ২০২২ | আপডেট: ১৭:০০, ২৮ জুন ২০২২

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে কোন রাজনৈতিক দল কোন ব্যক্তির নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছিলেন তার বিস্তারিত তথ্য চেয়ে হাই কোর্টে একটি রিট হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি এ রিট দায়ের করেছেন।

রিটে তথ্য কমিশন ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য বিভিন্ন উৎস থেকে সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হয়নি। পরে সেই নামগুলো থেকে ইসি গঠন করা হয়।
এএইচএস/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি