ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের জামিন নিয়ে রায় কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 বলিউড সুপারস্টার সালমান খানের জামিনের আবেদনের নিষ্পত্তি হলো না আজও। ফলে আজ শুক্রবার রাতটাও জেলেই কাটাতে হবে ৫২ বছর বয়সী বলিউডের ভাইজানকে।  

শুক্রবার যোধপুরের আদালতে তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার ফয়সালা হয়নি। আগামীকাল শনিবার ফের তা আদালতে উঠবে বলে জানা গেছে। ফলে অন্তত আজকের রাতটা ‘কয়েদি নম্বর ১০৬’ সালমান খানকে কাটাতে হবে যোধপুর সেন্ট্রাল জেলে।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সালমান খানের। সঙ্গে দশ হাজার টাকা জরিমানা। সালমানের জামিনের জন্য তার আইনজীবী হস্তিমল সারস্বত আজ শুক্রবার ৫১ পাতার জামিনের আবেদন পেশ করেন। সলমনের জামিনের দাবি জানিয়ে তিনি ৫৪টি কারণ তুলে ধরেন। জামিনের আবেদনটির নিষ্পত্তি হতে পারে আগামীকাল শনিবার।

তথ্যসূত্র: আনন্দবাজার।

একে/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি