ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি হলো তাহসানের অ্যালবাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৮ এপ্রিল ২০২০

সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হয়েছে সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‌‘কথোপকথন’-এর মাস্টার ডেট কপি। এর সঙ্গে ছিল ২০০৪ সালে প্রকাশিত এই ক্যাসেটের ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও। করোনাকালীন সংকটের সঙ্গে লড়তে এগুলো নিলামে তোলেন তাহসান। 

‘অকশন ফর অ্যাকশন’ এর আয়োজনে এ নিলাম করা হয়।

এ বিষয়ে উদ্যোক্তা প্রীত রেজা বলেন, ‘গতকাল রাত ১১টায় সংগীতশিল্পী তাহসান, জন কবির ও টনিসহ আমরা ফেসবুক পেজ থেকে লাইভে আসি। শেষ দিকে এসে এর দাম সাড়ে সাত লাখ টাকা ওঠে। ক্রেতা নিজের পরিচয় গোপন রাখার জন্য আমাদের অনুরোধ করেন। তাই তাকে লাইভে আনা হয়নি।’

তাহসান খান বলেন, ‘অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি এটি। এই জিনিসটি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে এটি অনেক আবেগের বিষয়। মানুষের পাশে দাঁড়াতেই এটি আমি উৎসর্গ করলাম।’

তাহসান জানান, নিলাম জয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন তিনি।

এর আগে, ‘অকশন ফর অ্যাকশন’ আয়োজনের প্রথম পর্বে গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা নিজের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় নিলামে বিক্রি করেছিলেন সাকিব আল হাসান।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি