ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সাড়ে ৮ হাজার কোটি টাকা পাচ্ছে ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৪ জুন ২০২০

আগামী অর্থবছরে (২০২০-২০২১) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ৮ হাজার ৪৮৫ দশমিক ১২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এ বছর রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বেড়েছে।

আজ বুধবার সংস্থাটির ১৫৮তম পূর্ণ কমিশনের ভার্চুয়াল সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ দশমিক ৪৯ কোটি টাকা।

এতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

বাজেটে এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জন্য মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। এ অংক গেল বছরের তুলনায় ০৩ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। গত অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি