ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিএনজি-পিকআপ সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন আরও ৭ জন।

আজ সোমবার বেলা ১১ টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ওসি মঈন উদ্দিন একুশে টিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন, হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। নিহত তিন জনই একই পরিবারের সদস্য।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি