ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিদ্ধান্ত বাস্তবায়নের দুর্বলতা কাটাতে হবে: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:০০, ২৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিদ্ধান্ত বাস্তবায়নে অামাদের যে দুর্বলতা তা এখন থেকেই অামাদের কাটাতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত। তিনি বলেন, এক্ষেত্রে দেরী করার সুযোগ নেই। অাজ মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে এক প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। এ সময় তিনি `রাজস্ব ভাবনা যেতে হবে বহু দূর` শীর্ষক গ্রন্ত্রের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অর্থ মন্ত্রী বলেন, এক সময় যারা করের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাজ করতো সাধারণ মানুষ তাদের ভয় করতো। কিন্তু এখন সে অবস্থা নেই। বিশেষ করে যুব সমাজের মধ্যে ট্যাক্স দেওয়ার প্রবণতা বেড়েছে। যুব সমাজ বুঝতে পারছে যারা কর অাদায়ের সঙ্গে কাজ করছে তারা দেশের লাভেই এ কাজ করছে।

ডিআরইউ-এর সাবেক অর্থ সম্পাদক ও ইআরএফের সাবেক সাধারণ সম্পাদক অাবু কাওসার রচিত `রাজস্ব ভাবনা যেতে হবে বহু দূর` শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন এনবিঅার সদস্য জিয়া উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিঅাই- এর সাবেক সভাপতি এ কে অাজাদ।

অর্থমন্ত্রী বলেন, যুব সমাজের মধ্য ট্যাক্স দেওয়ার যে প্রবণতা শুরু হয়েছে তা সহজ করার জন্য অারও কিছু কাজ করা যেতে পারে। বোর্ড অব র‌্যাভিনিউ ছাত্রদের নিয়ে কিছু কাজ করছে। তবে তা ফলপ্রসূ হচ্ছে না। এই উদ্যোগকে ফলপ্রসূ করার জন্য তাদেরকে বিভিন্ন এলাকায় সার্ভে করার জন্য পাঠানো যেতে পারে। সেখানে তারা যা দেখে অাসবে তার মতামতের ভিত্তিতে ট্যাক্স নির্ধারণ করা যায়।
অর্থমন্ত্রী এ সময় অাশাবাদ ব্যক্ত করে বলেন, অামি দায়িত্বে থাকাকালীন এ উদ্যোগ গ্রহণ করব।

টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার অভিজ্ঞতার জায়গা থেকে অর্থমন্ত্রী বলেন, সরকার যা করে ভালো করে। ভালো অাইন কানুন তৈরি হয়। কিন্তু তা বাস্তবায়ন হয় না। কারণ, এক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থেকে যায়। সরকারের ক্ষমতা অনেক ক্ষেত্রে সীমীত।

অর্থমন্ত্রী বলেন, প্রেসার না দিয়েও ভালো রাজস্ব অাদায় করা সম্ভব। বরং প্রেসার দিলে কর প্রদানকারীর সহযোগিতা পাওয়া যায় না।

প্রকাশনা উৎসবের মূল অাকর্ষণ `রাজস্ব ভাবনা যেতে হবে বহু দূর` সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, অামি বইটি ভালো করে পড়তে পারিনি। তবে সামনে প্রচুর অবসর পাব। তখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব।

অা অা// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি