ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৩৩, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯নং ব্রিজের নিচে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে ৯নং ব্রিজের নিচে ভাসমান অবস্থায় বস্তা বন্দি এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, তাকে হত্যার পর বস্তা বন্দি করে লাশ চলনবিলের নদীতে ফেলে রাখা হয়। লাশটি অন্য কোনও জেলারও হতে পারে। ভাসতে ভাসতে ৯নং ব্রিজ এলাকায় এসে আটকে পরে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি