ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় মা ও শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্যে বিষক্রিয়ায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- তাড়াশের মাধাই নগর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনাভান ও শিশু পুত্র সোহাগ।
চিকিৎসক জানান, শনিবার দুপুরে সোনাভান ও তার ছেলে শুঁটকি মাছ দিয়ে ভাত খায়। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি