ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪১, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় নিতাই দাস (২৫) নামে এক মোটরসাইক আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিতাই দাস সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর জুবলী বাগান মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল হামিম জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন নিতাই ও সঞ্জিত। তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিতাই মারা যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি