ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরাজগঞ্জে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১৮:৫১, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী থেকে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দ আকবর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয় হতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে স্কুলের নাইটগার্ড ওই মানসিক প্রতিবন্ধীর লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে প্রধান শিক্ষককে জানান। পরে তিনি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে মর্গে পাঠানো হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

তবে তিনি মানসিক ভবঘুড়ে প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় ভাবে জানা গেছে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি