ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরাজগঞ্জে বিদেশি মদসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে বিদেশি মদ ও বিয়ারসহ বাদশা শেখ (৩৬) নামে ১ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বাদশা শেখ (৩৬) সোনারম পশ্চিম পাড়া গ্রামের মৃত মলামদী শেখের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার ভোরে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলার সোনারাম পশ্চিমপাড়া গ্রামের বাদশা শেখের বাড়ীতে অভিযান চালায়। তখন ১ বোতল বিদেশি মদ, ২ ক্যান বিয়ার ও নগদ ১৬০ টাকাসহ মাদক ব্যবসায়ী বাদশা শেখকে আটক করে। এ ব্যাপারে দুপুরে থানায় একটি মামলা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি