ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে মামাদের হাতে ২ ভাগনে খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৮, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাদের হাতে ২ ভাগনে নিহত এবং আরও ১ জন আহত হয়েছে। নিহত কাউছার হোসেন (২৩) এবং মিল্টন হোসেন (৩২) উপজেলার পুর্ব কোদালিয়া গ্রামের এনদাদ আলীর ছেলে।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বোয়ালিয়া গ্রামের বকুল হোসেনের সাথে তার চাচাতো বোনের ছেলে মিল্টন হোসেনের সাথে বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে

গত শুক্রবার বিকেলে বিবাদমান জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার কয়েক মামা ও মামী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালালে ৩ জনই গুরতর আহত হয়। এরপর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কাউছারের অবস্থার অবনতি হলে গভীর রাতে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। এছাড়া শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মিল্টন মারা যায়।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছে।

কেআই// আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি