ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ৪০ মিটার ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাধে ৪০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। মঙ্গলবার সকাল থেকে জেলার শাহজাদপুরের জামিরতায় নামা এ ধস ঠেকাতে তদারকির দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কোনও প্রকার ব্যবস্থা নেয়নি। ফলে তীরবর্তী মানুষের মাঝে দেখা দিয়েছে আতংক।

প্রসঙ্গত, অব্যাহত ভাঙ্গন তাড়াতে গত ৬ বছর আগে ১১০ কোটি টাকা ব্যয়ে শাহজাদপুরের কৈজুরী থেকে বেনুটিয়া পর্যন্ত ১২ কিলোমিটার এলাকার বহু প্রত্যাশিত কৈজুরী বাঁধ নির্মাণ করা হয়। এরপর যমুনা দানবের হাত থেকে একটু রেহাই পেতে পাড়েই অসহায় হাজার-হাজার পরিবার ঠাঁই করে নিয়েছিল। তবে এ বাঁধ নির্মাণের পর তদারকিতে পাউবো যথাযথ ভুমিকা পালন না করায় গত বছরের পাশাপাশি আজ মঙ্গলবার সকালে জামিরতা অংশে ৪০ মিটার এলাকা জুড়ে ধসে যায়। মুহুর্তের মধ্যেই বিলীন হয় পাথরের বোল্ড ও জিও টেক্স। এ জন্য তীরবর্তী হাজারো মানুষের মাঝে দেখা দিয়েছে আতংক। 

এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, টাকার সংকুলান না থাকায় আপাতত বাঁধ রক্ষায় কাজ করা যাচ্ছে না। তবে সাধ্য অনুযায়ী চেষ্টা চালানো হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি