ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১৯, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফুলজোড় নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগের অন্ত নেই সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়ার অন্তত ১৫ গ্রামের মানুষের। সকলের সহযোগিতায় নির্মিত এক কিলোমিটার দীর্ঘ বাঁশের সাঁকোটিও ঝুকিপূর্ণ। তবে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা এলজিইডির কর্মকর্তা।

বছর খানেক আগে কামারখন্দ ও উল্লাপাড়ার আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় নির্মিত হয় দীর্ঘ এই বাঁশের সাঁকো। বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকি নিয়েই পারাপার করতে হয় দু’পাড়ের বাসিন্দাদের।

স্থানীয়রা জানায়, একটি মাত্র সেতুর অভাবে দুই উপজেলার ১৫ গ্রামের মানুষের কামারখন্দ ও জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি। সহজ যাতায়াতের অভাবে থমকে আছে এই অঞ্চলের অর্থনীতির চাকাও।

তবে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণে আশার কথা শোনালেন এলজিইডির এই কর্মকর্তা।

সিংক: তাকের হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, কামারখন্দ, সিরাজগঞ্জ

জনদুর্ভোগ বিবেচনায় ফুলজোড় নদীতে দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি