ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ জানান, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়েল ডাচ পরিবহনের একটি বাস ভদ্রঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই বাসের হেলপার। এসময় পথচারী ও যাত্রীসহ ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি