ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিরাজগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৩৮, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে  এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে বিশেষ কায়দায় প্লাস্টিকের পাইপে আনা সাড়ে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটক খোরশেদ আলম (৪৫) নাটোরের লালপুর থানার ধানাইদহ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, একটি সুনিদিষ্টি তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান এর নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়।

এ সময় প্লাস্টিকের পাইপে বিশেষভাবে কক্সবাজার থেকে আসা সাড়ে তিন হাজার পিছ ইয়াবা সংগ্রহের জন্য খোরশেদ আলমকে আটক করা হয়। ইয়াবাগুলো সাইকেলের মত টিউবের ভেতরে পলিথিনে জড়ানো ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি