ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত : ১৮:৫৮, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের উত্তরপাড়া চিত্র দত্তের বাঁশ ঝাড় থেকে অধীর চন্দ্র মুরারী (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সলঙ্গা শরীফ সলঙ্গা গ্রামের প্রসন্ন চন্দ্র মুরারীর ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাঁশ ঝাড়ের পাশে তার লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়।

পরিবারের লোকজন জানান, সোমবার সন্ধ্যায় অধীর বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়।রাতে বাড়িতে ফেরেনি।

সলঙ্গা থানার ওসি মো. ওহেদুজ্জামান জানান,ধারণা করা হচ্ছে, অধীর রাতের যে কোন সময় বিষপান করে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কে আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি