ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের ৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৬টি আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। বিএনপির অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের সামনে এগিয়ে যাবার লড়াইয়ে মুখরিত এলাকা। বিএনপি ভেতরে ভেতরে গণসংযোগ চালালেও নির্বাচনী মাঠ মূলত গরমে রেখেছে আওয়ামী লীগ।..

একাদশ সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

গনসংযোগ আর উঠান বৈঠকের প্রচারনায় এগিয়ে আওয়ামীলীগ। নৌকার টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণে প্রতিনিয়ত ব্যস্ত বর্তমান ও সাবেক এমপি- মন্ত্রীরা। সোনার বাংলার অব্যাহত উন্নয়নের পালে হাওয়া লাগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আর সংসদের বাইরে থাকলেও নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি। সিরাজগঞ্জের আসনগুলোতে জয় নিশ্চিত করতে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেয়ার দাবী জানাচ্ছেন দলীয় উপদেষ্টারা।

নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর বাদে ৫টিতে এবং ২০১৪ সালে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং ১টিতে প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে জয় পায় আওয়ামী লীগ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি