ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সিলেট বিভাগের ১৬টিতে আ. লীগ জয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৩১ ডিসেম্বর ২০১৮

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১৬টি। এছাড়া, গণফোরাম ২টি ও জাতীয় পার্টি একটি আসনে জয় পেয়েছে।

জনশ্রুতি রয়েছে, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়ী হয়, তারাই সরকার গঠন করে। এবার সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন জয়ী হয়েছেন।

সিলেটে ৬টি আসনের মধ্যে ৫টি পেয়েছে আওয়ামী লীগ আর একটিতে জয়ী হয়েছে গণফোরাম। সুনামগঞ্জে ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও একটিতে মহাজোটের শরিক জাতীয় পাটি জয়ী হয়েছে। মৌলভীবাজারে ৪টি আসনের মধ্যে ৩টি আওয়ামী লীগ ও একটিতে গণফোরামের প্রার্থী নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জের ৪টি আসনেই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।

সিলেট-১ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন। তিনি ওই আসনের বর্তমান সাংসদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই।

মৌলভীবাজার-২ আসনে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ৭৯ হাজার ৮৮২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বিকল্পধারার প্রার্থী এম এম শাহীনকে হারিয়েছেন তিনি।

হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ১ লাখ ৫৮ হাজার ১৮৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়াকে হারিয়েছেন তিনি।

সিলেট-৬ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে হারিয়েছেন তিনি।

ভিডিও: https://youtu.be/JK4vqJXM3S0


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি