ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

সিলেট সিটিতে চলছে মতবিরোধ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৪ জুলাই ২০১৮

উন্নয়ন কর্মকান্ড হওয়া না হওয়া নিয়ে মতবিরোধ চলছে সিলেট সিটিতে। বিএনপি নেতা ও মেয়র আরিফুল হক চৌধুরী গেলো ৫ বছরে সরকার থেকে হাজার কোটি টাকা পেয়েও তেমন উন্নয়ন করতে পারেননি বলে অভিযোগ আওয়ামী লীগের। কাক্সিক্ষত উন্নয়ন না হওয়ায় অসন্তুষ্ট নাগরিক সমাজও। তবে অভিযোগ মানতে নারাজ আরিফুল হক চৌধুরী। উন্নয়ন দৃশ্যমান বলে মনে করেন তিনি।

২০১৩ সালে নির্বাচনে জয়লাভের পর গত ৫ বছরে, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হয়ে ২৯ মাস কারাগারে ছিলেন বিএনপি নেতা ও মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু বাকী সময়ে নগরীর উন্নয়নে তার কর্মকাণ্ডে হতাশ নাগরিক সমাজ।

গত ৫ বছরে সরকার থেকে উন্নয়ন কাজের জন্য প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও, তার যথাযথ ব্যবহার হয়নি বলে অভিযোগ সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের।

তবে এই অভিযোগ অমুলক বলে দাবি করে আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর উন্নয়ন দৃশ্যমান এবং নগরবাসী তার কাজে সন্তুষ্ট।

বিগত দিনের কর্মকান্ডের কথা মাথায় রেখে এবার নগরপিতা হিসেবে কাকে বেছে নেন সিলেটের মানুষ, তা দেখতে অপেক্ষা করতে হবে ৩০ জুলাই পর্যন্ত।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি