ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট সদর উপজেলায় ওয়াজ মাহফিল নিয়ে ফুলতলী ও কওমি মতাদর্শের লোকজনের মধ্যে সংঘর্ষে সাকিব খান (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কালারুকা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ওসমান খাঁসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাকিব খান পুরান কালারুকা গ্রামের মৃত বাবুল খানের ছেলে।

ওসি হারুনুর রশীদ জানান, বৃহস্পতিবার দুপুরের কালারুকায় ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাকিব খান গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি