ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিলেটে কলেজছাত্রকে খুন করার দৃশ্য সিসিটিভির ফুটেজে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১০:৪৬, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিলেটের শিবগঞ্জে ছুরিকাঘাতে মসিউর রহমান তাহসীন (১৭) নামে এক কলেজছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তাহসিনকে একজন ছুরিকাঘাত করছেন। পুলিশ ফুটেজটি সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সিলেটের শাহপরান থানার ওসি আক্তার হোসেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শিবগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত যুবক স্কলার্সহোম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ওসি আক্তার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় শিবগঞ্জের মিতালী ফার্মেসির বিপরীতে মসিউর রহমান তাহসীনের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এসময় ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে স্থানীয়রা তাহসিনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ জানাতে পারেননি তিনি। তবে এই হামলা পূর্বপরিকল্পিত বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের একাধিকদল মাঠে রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি