ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিলেটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে উঠার সময় পরে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের সিলেট রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জাহাঙ্গির হোসেন জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেন ছেড়ে যায়। স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠতে চায় দু`জন যুবক। তবে ট্রেনে উঠতে না পেরে পড়ে গেলে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তারা মারা যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি