ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সিলেটের রাকেশ রায় আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ফেসবুকে ইসলামধর্ম ও মহানবী সালল্লাহু আলাহি ও সালল্লামকে নিয়ে কটাক্ষকারী সিলেটের রাকেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী লালাখাল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় রাকেশ রায়কে । পরে তাকে জকিগঞ্জ আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর আগে গত সোমবার জকিগঞ্জ থানায় রাকেশের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছিলেন ফুজায়েল আহমদ নামের একজন মুসল্লি। ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সিলেটের জকিগঞ্জসহ কয়েকটি উপজেলায় রাকেশের গ্রেপ্তার দাবিতে আন্দোলন করছে স্থানীয় জনসাধারন।




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি