ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

সীতাকুণ্ডে এমএফজেএফ এর তথ্যপ্রযুক্তি-বিষয়ক যুব কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২ সেপ্টেম্বর ২০২২

সীতাকুণ্ড পৌরসভা সদরের জেলা পরিষদ মিলনায়তনে (এল কে সিদ্দিকী স্কয়ার) মহসিন-ফাতেমা যুবউন্নয়ন ফাউন্ডেশন (এমএফজেএফ) এর উদ্যোগে এক তথ্যপ্রযুক্তি-বিষয়ক যুব কর্মশালা আজ (২ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। বিডি অ্যাপস এর সহযোগিতায় ও বিএসএ গ্রুপের পৃষ্ঠপোষকতায় মোবাইল অ্যাপস ডেভেলপিং এর ওপর  “নলেজ শেয়ারিং সেশন” শীর্ষক এক কর্মশালা ৬শতাধিক অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ত  উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

পুরস্কার তুলে দিয়েছেন  ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম ও এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা, রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী কর্মশালায় উদ্বোধনী বক্তৃতা করেন ইয়ং-পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা) এর প্রধান নির্বাহী মো.আরিফুর রহমান,সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যক্ষ লে. দিদারুল আলম ও কুমিরা আবাসিক বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন। 

এতে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক লায়ন গিয়াস উদ্দিন ও বীমাবিদ মো. মামুনুর রশিদ।

এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা, রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন   বিডি অ্যাপস এর কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আরিফ হাসান ও ডেভেলপার সার্পোট অফিসার মীর রিয়াজ উদ্দিন।

কর্মশালায় ৬২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। কর্মশালাশেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ী ৪জনের হাতে পুরস্কার তুলে দেন লায়ন গিয়াস উদ্দিন ও কর্মশালার প্রশিক্ষকদের সম্মাসূচক ক্রেস্ট প্রদানপূর্ব সমাপনী বক্তব্য রাখেন রোটারিয়ান অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম।

বিডি অ্যাপস রবি আজিয়াটারই একটি প্রোডাক্ট। দেশের মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফরম বিডি অ্যাপস্ কে  সরকার জাতীয় অ্যাপ স্টোর হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

বর্তমানে প্ল্যাটফরমটিতে ৩০হাজার ডেভেলপার রয়েছে- যারা তৈরি করেছে ৫০ হাজারের বেশি অ্যাপলিকেশন।

মহসিন-ফাতেমা যুবউন্নয়ন ফাউন্ডেশন (এমএফজেএফ) একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন- যার লক্ষ্য হলো,বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি কর্মক্ষম দক্ষ যুবসমাজ তৈরি করা। তারই ধারাবাহিকতায় যুবসমাজকে তথ্যপ্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে আজকের কর্মশালাটির আয়োজন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি