ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সীতাকুন্ডে ইসমত আরা দিদারের গণসংযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:৫২, ১২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সীতাকুন্ডে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলম- এর সহধর্মিনী ইসমত আরা দিদার। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার তিনি সীতাকুন্ডের দুটি ইউনিয়নে গণসংযোগ করেন।       

নৌকা প্রতীকে গণসংযোগের সময় তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে কী কী ভূমিকা রেখেছে তা সাধারণ নারী ভোটারদের সামনে তুলে ধরেন।   

মঙ্গলবার গণসংযোগের সময় ইসমত আরা দিদার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। আজ বুধবার সকালে ইসমত আরা দিদার বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগ করেন।  

গণসংযোগকালে ইসমত আরা দিদারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দিলোয়ারা বেগম, সাধারন সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, চট্টগ্রাম উত্তরজেলা যুবমহিলা লীগের আহবায়ক রওশন আরা রত্না, উপজেলা যুবমহিলা লীগের আহবায়ক জয়নব বিবি জলি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি সদস্য খালেদা আক্তার শিপু, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য হালিমা বেগম, ইউপি সদস্য রহিমা বেগম, আলেয়া বেগম মেম্বার, জোসনা আরা বেগম মেম্বার,  যুব মহিলালীগ নেত্রী অর্চনা, নাসরিন, শিল্পী প্রমুখ।   

আআ/এসি  
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি