ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সীমানা প্রাচীর ভেঙ্গে ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

প্রকাশিত : ২০:৩২, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৩২, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিক কলোনীর সীমানা প্রাচীর ভেঙ্গে মারা গেছে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী। এ ঘটনায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন বাগানের শ্রমিকরা। বাসিন্দারা জানান, কলোনীর গনেশ মোদীর ছেলে জিত মোদী সীমানা প্রাচীরের পাশে গেলে, তা ভেঙ্গে তার গায়ের ওপর পড়ে। গুরুতর আহতবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, মারা যায় সে। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলো ও বাগানের কাজে ব্যবহৃত কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় আহত হন সহকারী ম্যানেজার ৫ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি