ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সীমান্তে গুলির বিষয় অস্বীকার করেছে মিয়ানমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমার বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় মিয়ানমার অংশে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মিয়ানমার। সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর সেনা সমাবেশ এবং গুলির শব্দের বিষয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর পতাকা বৈঠকে এমনটাই দাবি করে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুনধুম সীমান্তে বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ডের নেতৃত্ব দেওয়া লেফটেন্যাস্ট কর্নেল মঞ্জুরুল আহসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, "তমরু সীমান্তে জিরো লাইনের কাছাকাছি ফায়ারিং কেন হয়েছে একথা আমরা জিজ্ঞেস করেছি। উত্তরে তারা (মিয়ানমার) বলেছেন তারা ফায়ার করেন নি”।

বান্দরবানের নাইক্ষংছড়ির তমরু সীমান্তে প্রায় দুইশ সৈন্য নিয়ে সেনা সমাবেশ করেছে মিয়ানমার – এমন খবর পাওয়ার পর তাদের সরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানায় বাংলাদেশ।

মঞ্জুরুল আহসান খান বলেন, “মিয়ানমারের দিকে যারা আছে তারা সীমান্তরক্ষী বাহিনীর পোশাক পরা। তাই আমরা বলতে পারছি না যে তারা মিয়ানমারের সেনাবাহিনীর লোক। তবে আমাদের আপত্তির মুখে তারা বিষয়টি তদারকি করার আশ্বাস দেন”।

পতাকা বৈঠকে সীমান্তে যা হচ্ছে তা বাংলাদেশে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সীমান্তে উত্তেজনা বাড়াবে বলেও মিয়ানমারকে জানায় বাংলাদেশ।

প্রসঙ্গত, নাইক্ষংছড়ির তমরু সীমান্তে এই জায়গাটিতে জিরো লাইনের ওপর প্রায় ৬ হাজার রোহিঙ্গা শরণার্থী অনেকদিন ধরে আটকে আছে।

গতকাল থেকে আকস্মিকভাবে সীমান্তে মিয়ানমার অংশে সেনা সমাবেশ করায় দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে আজ শুক্রবার দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে অনুষ্ঠানিক এক পতাকা বৈঠকে এসব আলোচনা হয়।

//এস এইচ এস// টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি