ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ৮ সেপ্টেম্বর ২০১৯

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় র‌্যালিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ নানান শ্রেণী পেশার লোক অংশ নেন।

আলোচনা সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা দরকার। শুধু বাংলা আর ইংরেজি ভাষা জানলে হবে না প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে। শিক্ষার্থীদের বিশেষ করে প্রযুক্তির সম্পর্কে জ্ঞান থাকতে হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি