ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জের ৫টি আসনে জোরেসোরে বইছে ভোটের হাওয়া(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২০ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি আসনে জোরেসোরে বইছে ভোটের হাওয়া। হাওরাঞ্চলের এসব আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে প্রায় অর্ধশত মনোনয়ন প্রত্যাশী। এলাকায় উন্নয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন, এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটাররা।

সুনামগঞ্জের ১১ উপজেলা নিয়ে ৫টি সংসদীয় আসন। জেলার মোট ভোটার ১৬ লাখ ৫২ হাজার ৩৩০ জন। পুরুষ ভোটার ৮ লাখ ২৮ হাজার ৭৩৭ এবং নারী ভোটার ৮ লাখ ২৩ হাজার ৫৯৩ জন। যার মধ্যে এবারে নতুন ভোটার ৬৯ হাজার ৪৯৬ জন।

আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত সুনামগঞ্জ-২ আসন। সেখানে ৮ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর উপ-নির্বাচনে সাংসদ হন তার স্ত্রী ড. জয়া সেন গুপ্তা। এবারে নির্বাচনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। আসনটিতে বিএনপিসহ অন্যান্য দলেরও জোর প্রস্তুতি চলছে।

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে বর্তমান সাংসদ  ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছে প্রায় ডজন খানেক। বিএনপিরও রয়েছে একাধিক প্রত্যাশী।

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে সুনামগঞ্জ-৩ আসন। এ আসন বরাবরই আওয়ামী লীগের দখলে। প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদ এ আসনের সাংসদ ছিলেন, পরবর্তীতে উপনির্বাচনে আসনটি পায় বিএনপি। নির্বাচনকে সামনে রেখে জোর লবিং চালাচ্ছেন দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা।

জেলা সদর ও বিশ^ম্ভরপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ ৪ বার, জাতীয় পার্টি ৩ এবং বিএনপি তিনবার বিজয়ী হয়। এবারেও প্রার্থীতা পেতে নেতাদের তৎপরতা বেড়েছে।

সুনামগঞ্জ-৫ আসন ছাতক ও দোয়ারাবাজার নিয়ে। নির্বাচন ঘিরে নতুন ভোটার আর হাওর এলাকার কৃষকদের প্রত্যাশা অনেক।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী জনপ্রতিনিধি যেন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেন সেটিই চাওয়া সুনামগঞ্জবাসীর।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি