ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫২, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সুন্দরবনকে বন ও জলদস্যু মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পূনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬ টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

এদিকে আজ কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনের ৬ টি দস্যু বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

এ নিয়ে দুই বছরে সুন্দবনের মোট ২৬ টি দস্যু বাহিনী অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করছে।

আজ ৬০ টি অস্ত্র ও ৩ হাজার গুলি জমা দেবে দস্যুরা। এ পর‌্যন্ত সুন্দরবনের ৩২৮ জন দস্যু ৪৫০ টি অস্ত্র জমা দিয়েছে। গুলি জমা দিয়েছে ২০ হাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র‌্যাবের সহায়তায় এই সমর্পন প্রক্রিয়া সম্পন্ন হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি