ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

সুপ্রিম কোর্টে আইনজীবীদের দু’গ্রুপের হাতাহাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪৬, ৩১ অক্টোবর ২০১৮

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিএনপিপন্থী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

আজ বুধবার বেলা ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দেয় বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালে আদালত প্রাঙ্গনে জড়ো হন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা সুপ্রিম কোর্ট ভবনের যাওয়ার পথে ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এ সময় বিচারকার্যে অংশ নিতে চাইলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ডের বিরুদ্ধে দুদকের সাজা বৃদ্ধির আবেদনের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার এ রায় দেন হাইকোর্ট। এর প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দেন বিএনপিপন্থি আইনজীবীরা। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) কর্মবিরতি পালন করবেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি