ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সুরে মুখরিত লালনভূমি ছেঁউড়িয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৫৩, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একতারা, দোতারা, ঢোল, খমক, খঞ্জনি আর বাঁশির সুরে মুখরিত লালনভূমি ছেঁউড়িয়া। আখড়া বাড়িতে এখন তিল ধারণের ঠাঁই নেই। লালনের মতবাদ প্রচার ও তাঁর গান সংরক্ষণে লালন একাডেমির ভূমিকা জোড়ালো করার তাগিদ দিয়েছেন বাউল-সাধকরা।

দিব্যজ্ঞানের জন্য হন্যে হওয়া সাঁইঝির বারাম খানায় এমনই ধাঁধা। উদাসি টানে আখড়া বাড়িতে ভক্তরা ছুটে আসছেন দলে দলে। সুরের মূর্ছনায় মেতে উঠেছে বাউলধাম।

জীবদ্দশায় ভক্ত শিষ্যদের নিয়ে তত্ত্বকথা আলোচনা আর গান বাজনায় মেতে থাকতেন সাঁইজি। সেই ধারায় আজও সহজ মানুষদের আত্মশুদ্ধির এই মহাসম্মেলন মিলন ঘটে নানা ধর্ম আর বর্ণের মানুষের।

লালনের মতবাদ প্রচার, তাঁর গান সংরক্ষণ ও বাউলদের দেখভালে লালন একাডেমির ভূমিকা আরো জোড়ালো করার তাগিদ দিয়েছেন বাউল-সাধকরা।

মানুষে মানুষে বিভেদ আর হানাহানি বন্ধে লালনাদর্শন প্রচারের তাগিদ লালন গবেষকদের।

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে চলছে ৩ দিনের উৎসব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি