ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

সুশান্তের মৃত্যু তদন্তে ক্রাইম ব্রাঞ্চে যোগ দিচ্ছেন তার জামাইবাবু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১০ জুলাই ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এখনও মুম্বাই পুলিশের তদন্তাধীনই রয়েছে। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরই মাঝে শোনা যাচ্ছে যে, শ্যালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সুশান্তের জামাইবাবু ওমপ্রকাশ সিং মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন।

প্রসঙ্গত, সুশান্তের দিদি ঋতু বিয়ে করেন হরিয়ানা ক্যাডারের আইপিএস ওমপ্রকাশ সিংকে। যিনি বর্তমানে হরিয়ানা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি। আর সুশান্তের জামাইবাবুই প্রথম দাবি করেছিলেন, সুশান্ত আত্মহত্যা করার মতো মানসিকতার ছেলে নয়, সুশান্তকে খুন করা হয়েছে। আর এখন শোনা যাচ্ছে, সুশান্তের মৃত্যু তদন্ত স্বচ্ছভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে তিনি মুম্বাইয়ে বদলি নিয়েছেন। আর এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে।

যদিও সত্যিই সুশান্তের জামাইবাবু ওমপ্রকাশ সিং মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন কিনা, সেবিষয়ে অভিনেতার পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। এমনকি ওমপ্রকাশ সিং নিজেও এবিষয়ে এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর তাঁর আরও এক জামাই বাবু, বিশাল কৃতি (শ্বেতা সিং কৃতির স্বামী) নেপোমিটার চালু করেছেন। যে নেপোমিটারে মাধ্যমে বলিউডের কোনও ছবি 'স্বজনপোষণ' দোষে দুষ্ট কিনা তা বিচার করতে পারবেন জনতা।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। 

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি