ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে একটি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবুল হোসেন (২৫)। তাঁর বাড়ি ছাতক উপজেলার মোল্লাপাড়ায়। এ ছাড়া আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সিলেট থেকে পণ্যবাহী একটি ট্রাক দোয়ারাবাজার আসার পথে রাত একটার দিকে দোয়ারাবাজার সড়কের লক্ষ্মীবাওর এলাকায় বেইলি সেতুটি ভেঙে খাদে পড়ে যায় ট্রাকটি। ট্রাকটিতে তিনজন ছিলেন। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি