ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় নৌবাহিনীপ্রধানের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবা বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ বক্ত করেন। সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সফরের জন্য এডমিরাল সুনীল লানবাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ভারতীয় তিন সদস্যের প্রতিনিধি দলটি রোববার ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। বিজ্ঞপ্তি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি