ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

সেন্সরে প্রশংসিত ‘মনের মতো মানুষ পাইলাম না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ৩১ জুলাই ২০১৯

বিনাকর্তনে সেন্সরের ছাড়পত্র পেয়েছে ‘মনের মতো মানুষ পাইলাম না’। শাকিব খান ও শবনম বুবলী অভিনিত এ সিনেমাটি মুক্তি পাবে কোরবানির ঈদে। সিনেমাটি দেখে সেন্সর কমিটির সদস্যরা বেশ প্রশংসা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক।

জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। এর গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সঙ্গীত করছেন শফিক তুহিন। আর কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সঙ্গীতশিল্পী রাশেদ। দুটি গানেরই দৃশ্যায়ন হয়েছে তুরস্কে।

সিনেমাটির সেন্সর বিষয়ে সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘সেন্সর কমিটির সদস্যরা সিনেমাটিকে সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ দারুন একটি গল্প নির্ভর সিনেমা এটি। এর আগে শাকিব খানের পাসওয়ার্ড যেমন অ্যাকশন ও থ্রিলার নির্ভর ছিলো এটি একেবারেই আলাদা। পুরোপুরি গল্প নির্ভর। আর এতে কোনো কর্তন নেই।’

এদিকে গণমাধ্যমকে সিনেমাটিরি আনকাট সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানও।

শাকিব খান বলেন, ‘আমি মঙ্গলবার সিনেমাটির সেন্সর পাওয়ার খবর পেয়েছি। সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সবাই প্রশংসা করেছেন। এমন গল্প নির্ভর সিনেমাতে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন তারা। আশা করি পাওয়ার্ড পর দর্শকরা ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি দেখেও মুগ্ধ হবেন।’

সেন্সর পাওয়ার পর পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে ‘মনের মতো মানুষ পাইলাম না’। এটি দেখে বোর্ডের সদস্যরা আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন। আমি নিজেও আত্মবিশ্বাসী সিনেমাটি নিয়ে। আশা রাখি দেশে সবাই পছন্দ করবেন। এত দিন দর্শক শাকিব-বুবলীর প্রেম দেখেছে, এবার অন্য রকম গল্পে, ভিন্ন চরিত্রে দেখবেন দর্শক।’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি