ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সেবা বিক্রি করতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা বিপনন করতে যাচ্ছে স্যাটেলাইট কোম্পানি বিসিএসসিএল।  এখন থেকে সমুদ্রগামী জাহাজ, লঞ্চসহ অন্যান্য জলযানের নিরাপত্তা, অত্যাধুনিক ও নিরবচ্ছিন্ন যোগাযোগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-ওয়ানের সহায়তা নেওয়া হবে।

এ লক্ষে রোববার সচিবালয়ে স্যাটেলাইট কোম্পানি বিসিএসসিএল এর সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয় সমঝোতা চুক্তি সই করেছে।

চলতি বছরের ১২ মে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে ঠাঁই করে নেয় বঙ্গবন্ধু স্যাটেলাইট- ওয়ান।

এরইমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এসেছে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে। এ  বছরের সেপ্টেম্বরেই সেবা প্রদানে পরিপূর্ণ প্রস্তুত হবে স্যাটেলাইটটি।

এখন সেবা বিপননের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা বিসিএসসিএল। সেই ধারাবাহিকতায় কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করলো নৌপরিবহন মন্ত্রণালয়।

স্যাটেলাইটের ৪০টির মধ্যে ৩৬ মেগাহার্টজ সক্ষমতার একটি ট্রান্সপন্ডারের সহায়তায় নৌযানে নাবিক ও যাত্রীরা সার্বক্ষণিক টেলিযোগাযোগ সুবিধা পাবেন।

সেবা প্রদান শুরু হওয়ার এই প্রক্রিয়াকে যুগান্তকারী অগ্রগতি বললেন আখ্যায়িত করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

এর মধ্য দিয়ে নৌপথে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি