ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সৈয়দপুরে দূর্ঘটনায় পড়া সেই বিমানটিই বিধ্বস্ত হলো নেপালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৫৩, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে বিধ্বস্ত হওয়া বিমানটি এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল। জানা গেছে, ইউএস বাংলার বোম্বাইডার ড্যাস কিউ ৪০০ (S2-AGU) নামক এই বিমানটি ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিল। তখন যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি রানওয়ে থেকে ছিটকে ঘাসের ওপর পড়ে যায়।

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানটি রানওয়ের এক প্রান্তে ইউটার্ন নিয়ে যখন পার্কিং বে-তে আসছিল তখন একটি চাকা আটকে যায়। এরপর বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পরে।

এদিকে দুর্ঘটনার কবলে পরা ওই বিমানটি সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়।

ঢাকা থেকে ৬৭ আরোহী ও চার ক্রু নিয়ে উড্ডয়ন করে বিমানটি। পরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ)বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই আগুন ধরে যায়।

এমএইচ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি