ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল শুরু হয়েছে। রোববার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেমদের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।
কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় এই ‘শোকরানা মাহফিল’-এর আয়োজন করেছে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ।
হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকরানা মাহফিলে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফিলে তাকে সংবর্ধনা দেয়া হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি