সোহেল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের রায় আজ
প্রকাশিত : ০৮:৫৫, ১০ অক্টোবর ২০২২

সিলেটে ব্যবসায়ী সোহেল আহমদ (২৪) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য সোমবার (১০ অক্টোবর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুজা আল ফারুক ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ইসলাম উদ্দিনের এক বোনকে বিয়ে করেছিলেন সিলেট নগরের গোটাটিকর এলাকার বাসিন্দা সোহেল আহমদ। ইসলাম এ বিয়ে মেনে নেননি। এ ক্ষোভ থেকে ইসলাম তার বন্ধু কাজলকে নিয়ে ২০১১ সালের ১৭ এপ্রিল রাতে সোহেলকে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বানাগাঁও এলাকার দালুয়ারবন্দ হাওড়ে নিয়ে যান। সেখানে ইসলাম ও কাজল মিলে সোহেলকে শ্বাসরোধে হত্যা করেন।
পরে একপর্যায়ে তারা মরদেহ থেকে মাথাও বিচ্ছিন্ন করেন। মাথা অন্য একটি জায়গায় ফেলে দিয়ে মরদেহ পেট্রল দিয়ে পুড়িয়ে দেন। পরদিন পুলিশ সোহেলের মাথা হাওড় এলাকা থেকে উদ্ধার করে। এতে সোহেলের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা করলে পুলিশ ইসলাম ও কাজলকে গ্রেফতার করে।
দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, “ইসলাম তার বোনকে বন্ধু কাজলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। এ চাওয়া পূরণ না হওয়ায় তারা দুজন মিলে সোহেলকে হত্যা করেন।”
তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন আদালতে ইসলাম ও কাজলসহ ৯ জনকে অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এসএ/
আরও পড়ুন