সৌদি প্রতিনিধি দলের জাতির পিতার স্মৃতি জাদুঘর পরিদর্শন
প্রকাশিত : ২২:৫৫, ৩০ অক্টোবর ২০১৮

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের কাজ চলছে। এই বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শনের জন্য বাংলাদেশে আগ ৪ সদস্যের সৌদি সরকারি প্রতিনিধি দল আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুরে মডেল মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মডেল মসজিদের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর প্রতিনিধি দল জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে রয়েছেন রাজকীয় সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাহাদ আল ওতাইবি, ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি শাইখ আহমদ আলী রুমি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি তুর্কি আল আলাওয়ী ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি মুতলাক আল কাহতানি।
এসএইচ/
আরও পড়ুন