ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

স্কাইপ ব্যবহারকারী এখন ১০০ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২৭ অক্টোবর ২০১৭

কথা বলার সুবিধার্থে ইন্টারনেট ব্যবহারকারীরা এখনও স্কাইপ ব্যবহার করেন। এর ফলে প্রতিনিয়তই বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি।

পরিসংখ্যন বলছে, ২০১৩ সালে স্কাইপ ডাউনলোড হয়েছিল ১০ কোটি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এর সংখ্যা দাঁড়ায় ৫০ কোটিতে। পরবর্তীতে আরও বাড়তে থাকে।

এখন নিত্য নতুন ফিচার যোগ করায় পরবর্তীতে আরও বাড়তে থাকে ব্যবহারকারীর সংখ্যা। স্কাইপের ৮ম সংস্করণে অর্থ লেনদেনের সুবিধাসহ নতুন কিছু থিম যুক্ত করায় এর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। এখন ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে স্কাইপের।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে স্কাইপ। পরবর্তীতে অনলাইন ভিডিও কলের সুবিধা স্কাইপকে আরো জনপ্রিয় করে তোলে। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনেও স্কাইপ ব্যবহার করা যায়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি