ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

স্ত্রী ও সন্তানকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে স্বামী বিল্লাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:২০, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পারিবারিক কলহের জেরে ভোলা দৌলতখানে স্ত্রী ও সন্তানকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে স্বামী বিল্লাল।
পুলিশ জানায়, ট্রাক চালক বিল্লাল হোসেন শুক্রবার মধ্যরাতে স্ত্রীকে শাহনাজকে গলা কেটে হত্যা করে আগুন লাগিয়ে দেয়। পরে সে তার ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আগুনে পুড়ে মারা যায় এক বছরের শিশুকন্যা। এদিকে ঘটনাকে আড়াল করতে বিল্লাল হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হত্যার কথা স্বীকার করেছে। পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড দাবি নিহতের পরিবারের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি